অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : ভাব ও কাজ- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৮ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : ভাব ও কাজ’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। নিচের শব্দগুচ্ছের কোন জোড়াটি সঠিক?
ক) ভাব-কাজ খ) ভাবাবেশ-কর্পূর
গ) বেচারারা-সত্যিকার দেশকর্মী ঘ) আত্মা-শক্তি
৯।‘ভাব ও কাজ’প্রবন্ধ অনুসারে ব্যক্তি-স্বাতন্ত্র্য কোনটি?
ক) ভাবের সাথে কর্মের যোগ
খ) দেশের কল্যাণে আত্মনিয়োগ
গ) ভাবের দাস না হওয়া
ঘ) নিজের বুদ্ধি অনুযায়ী কার্যসিদ্ধি করা
১০। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কোনটি দরকার?
i) আত্মার শক্তি ii) কর্মশক্তি iii) ভাবের
নিচের কোনটি সঠিক ?
ক) ii খ) ii ও iii
গ) iii ঘ) i, ii ও iii
১১। জনগণের জেগে ওঠা অনর্থক হয় কখন?
ক) সুরা পান করলে
খ) ত্যাগী নেতা না থাকলে
গ) কোনো কার্য করিবার না থাকিলে
ঘ) গরমাগরম কাজ না করাইলে
১২। ‘বানভাসি’ শব্দের বাচ্যার্থ কী?
ক) উত্তেজনা খ) আন্দোলন
গ) সাময়িক গুজব ঘ) বন্যায় ভাসানো
১৩। আমাদের দেশটা কেমন?
ক) শস্য শ্যামলা খ) নদীমাতৃক
গ) মুণী-ঋষী বেষ্টিত ঘ) ভাব-পাগলা
উত্তর: ৮. গ, ৯. ঘ, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. ঘ।